মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ আস্তানুর রহমান (৫৯), পিতা-মৃত এরশাদ আলী, সাং-ভবানীগঞ্জ স্কুলপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।
উদ্ধারকৃত আলামত – ৫,৫২০ বোতল (৪৬০ কার্টুন) ৯০% অ্যালকোহলসমৃদ্ধ মাদকদ্রব্য।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে “মারুফ হোমিও হল” নামক দোকানে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহল বিক্রি করা হচ্ছিলো। তল্লাশিকালে দোকান ও গোডাউনের ভেতর লুকানো অবস্থায় এই বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।
র্যাব জানায়, এই মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত, যা অত্যন্ত প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এই ধরনের অ্যালকোহল সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ধৃত আসামির ড্রাগ লাইসেন্স প্রায় আড়াই বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও তিনি সুকৌশলে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে।
বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর