নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি...................................
রাজশাহীর বাগমারায় দেশের স্বনামধন্য মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের পণ্য স্পেশাল ঢালাই সিমেন্টের শুভযাত্রা অনুষ্ঠিত। গতকাল সোমবার দুপুর ১২ টার সময় উপজেলার মোহনগঞ্জ বাজারে মমিন এন্টারপ্রাইজে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ঢালাই স্পেশাল সিমেন্টের ৮ম তম ডিলার হিসেবে মমিন এন্টারপ্রাইজ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।
এসময় বক্তারা বলেন, মেঘনা সিমেন্টে কংক্রিট,কলাম,ছাদ ঢালাইসহ বিভিন্ন ঢালাই-এ ঢালাই স্পেশাল সিমেন্ট অন্য সিমেন্টের তুলনায় অধিক কার্যকরি। এটি দ্রæত দৃঢ়তা অর্জনের কারণে দীর্ঘমেয়াদি শাটারিং এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ ভাগ প্রথম দুই দিনে এবং প্রায় ৮৫ ভাগ ৭ দিনের মধ্যে অর্জন করে। দ্রুত জমাট বাধার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনির কাজ শুরু করা যায় বলে জানান তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েটের প্রফেসর কামরুজ্জামান সরকার। মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার ওয়াছেল উল আজরাফ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেঘনা গ্রুপের সিনিয়র জিএম কাজী মহিউদ্দীন, এজিএম আশিক আহমেদ, বাগমারার ডিলার আব্দুল মমিন, ডিলার আব্দুল মমিনের পিতা নুরুল ইসলাম,ইসাহাক আলী,ব্যবসায়ী এনামুল হক প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপের সহকারী ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফ, এক্সিকিউটিভ নূর আলম, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার সিমেন্ট ব্যবসায়ী, রাজমিস্ত্রী এবং সুধীজন প্রমুখ। উক্ত ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা উপলক্ষ্যে র্যাফেল ড্র-এর মাধ্যমে অংশীজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর