নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে বাড়ির পাশের খালে আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত ফজেল আলী উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মোহল্লা র হোসেন আলীর ছেলে।
স্থানীয় ও পারিবাকির সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফজেল আলী একটি তইরা জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল। সকাল সোয়া সাতটার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে সে সময় মাছ ধরার জন্য তিনি একাই বিলে অবস্থান করছিলেন। বিলে অন্য লোকজন না থাকায় তার মৃত্যুর বিষয়টি কেউ জানতে পারেন। পরে মান্নান নামের এক ব্যক্তি খালের ধারে ফজেল আলীর নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পান এবং বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান,বজ্র পাতের ঘটনায় ফজেল আলী নামে একজন নিহত হওয়ার খবর লোক মুখে শুনেছি। তবে কেই অভিযোগ করে নি। পরিবারের সদস্যরা লাশ দাফনের উদ্যোগ নিয়েছেন। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলে এই পুলিশ কমকতা জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর