# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের সংঘর্ষে হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হাবিবুর রহমান মটরসাইকেল নিয়ে নিজ বাড়ী বীরকয়া থেকে হাটমাধনগর বাজারে যাওয়ার পথে জ্যোতিনগঞ্জ দীঘির পাড়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেল চালক হাবিবুর রহমান ছিটকে পড়ে আহত হয়। স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমানের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, নিহত হাবিবুর রহমানের পরিবার মামলা করতে রাজী না হওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর