# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে শশুর বাড়িতে ফ্রিজের নতুন লাইন করার সময় জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নতুন ফ্রিজের লাইন করার সময় মির্জাপুর বিরহী গ্রামের মনকির সরদারের(৬৫)জামাই এবং একই ইউনিয়নের কোন্দা গ্রামের এমদাদুল হকের(৫৫) ছেলে মোস্তাকিম হোসেনের(২৫)মর্মান্তিক মৃত্যু হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, শ্বশুর বাড়িতে কোনো ফ্রিজ না থাকায় জামাইয়ের বাড়িতে থাকা অবশিষ্ট ফ্রিজ নিয়ে আসা হয়।সেই ফ্রিজে নতুন লাইন সংযোগ দেওয়ার জন্য বিকেলে ৪ টার সময় বৌ সহ শশুর বাড়িতে এসেছিলেন জামাই মোস্তাকিম হোসেন। সেই ফ্রিজে মেইন সুইচ থেকে নতুন ভাবে লাইন সংযোগ করছিলেন তিনি। হটাৎ ভুলবশত মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় জামাইয়ের।
এ ঘটনায় কোন্দা,মির্জাপুর বিরহী সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় কান্নায় আত্নহারা হয়ে পড়েন মৃতের আত্নীয় স্বজনরা। মৃত্যুকালে তার কোনো সন্তান ছিল না।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি)তৌহিদুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাটি সম্পর্কে আমি অবগত রয়েছি।শুক্রবার বিকেলে জামাই শশুরের বাসায় নতুন একটি ফ্রিজ নিয়ে গিয়েছিল। সেই ফ্রিজেই নতুন সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা গ্রহন করে তাদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর