নিজেস্ব প্রতিবেদক, বাগমারাঃ রাজশাহীর বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবী এবং সাবেক এমপি আব্দুল গফুরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার নরদাশ ইউনিয়নের বাঁধেরহাটে এ পথ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে দ্বীপপুর ইউনিয়ন নানসর বাজার, হাসানপুর, মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ বাজার, বড় বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী সহ দিনব্যাপী প্রচার-প্রচারণা, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।
পথসভায় সাবেক এম. পি বলেন, আমি দীর্ঘ দিন সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। আব্দুল গফুরের সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী বলেন, আমার চাকরি জীবনে বাগমারার অনেক সন্তানকে আমি চাকরি দিয়েছি। যদিও নিজের পরিচয় আড়াল করে। আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হব ইনশাআল্লাহ। বিজয়ী হলে বড় পরিসরে কাজ করার সযোগ পাবো। কৃষি, শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাটের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
এ সময় সাবেক এম. পি, এম. এ গফুরের সাথে তার সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোনাক্কা, বাসুপাড়া ইউনিয়নের মেম্বার শহিদুল ইসলাম, প্রভাষক আবুল কালাম বাবু,সাবেক মেম্বার আনছার আলী, বিএনপি নেতা মকছেদ আলী, ফজলুর রহমান, সালাউদ্দিন প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর