# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ভুট্টাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তোফাজ্জল হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আরও দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে বাসুবোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে মোহাম্মদপুর কাশিমুল উলুম মোহনগঞ্জ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। সে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মুয়াজ্জিন সাইদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তোফাজ্জল হোসেন একই মাদ্রাসার শিক্ষার্থী সহপাঠী মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলীর মোটরসাইকেল নিয়ে তার ছেলে ইউসুফ আলী মিলে তাদের সহপাঠী বাসুবোয়ালিয়া গ্রামের রেজাউলের ছেলে মোহাম্মদ আলীর (১৪) গ্রামের বাড়ি বাসুবোয়ালিয়ায় যায়। কাজ শেষে তারা মোটরসাইকেলে করে মাদ্রাসায় ফিরছিল। বিকেল সাড়ে চারটার দিকে তারা বাসুবোয়ালিয়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা তোফাজ্জল হোসেন সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরে আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই মোটরসাইকেলের চালক সহপাঠী মোহাম্মদ আলী (১৪) ও চালক ইউসুফ আলী গুরুতর আহত হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় ট্রাক সহ চালককে আটক করে স্থানীয়রা।
তার মৃত্যুতে গ্রাম ও মাদ্রাসা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ভাতুড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাইদুর রহমান জানান, তিন সন্তানের মধ্যে তোফাজ্জল সবার ছোট। ভালো আযান দিতো। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর