নিজেস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট) বিকেল তিন’টায় এ বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলা বিএনপি ও ভবানীগঞ্জ পৌর বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ্যাড. শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক ভিপি তোফায়েল হোসেন রাজু, ভবানীগঞ্জ পৌর বিএনপি সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন শামীম সরকার, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব।
অনুষ্ঠানের শুরুতে কুরআনেপাক থেকে তেলাওয়াত করেন উপজেলা উলামা দলের সভাপতি মুখলেছুর রহমান মুকুল।
সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, উপজেলা তাঁতি দলের আহবায়ক মামুনুর রশীদ তাহের পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ প্রমুখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, বিহানালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার মিঠু, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেব আলী, ঝিকরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাইদুজ্জাসান রতন, তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরও অনেকে। সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে যোগদান করেন।#