স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণা প্রামানিক এর অবসর জনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০নভেম্বর) তার কর্ম দিবসের শেষ দিনে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় জানানো হয়েছে।
উক্ত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক ফিরোজের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, বিদায়ী সহকারী অধ্যাপক কৃষ্ণা প্রামানিক, তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ সরকার, প্রভাষক আমজাদ হোসেন, সাজেদুর রহমান, মোজাফ্ফর হোসেন, মাহফুজুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান, ওমর ফারুক, শিক্ষার্থীদের মধ্যে মহুয়া আকতার, সাদিকা আফরিন সুপ্তি, যারিন তাসনিম মেঘলা প্রমূখ।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ওযাহেদ উল্লাহ, প্রভাষক মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম, জাহিদ হাসান, শাজাহান আলী, মোস্তাফিজুর রহমান, ফারজানা আকতার, শিক্ষক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী সহকারী অধ্যাপকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে বক্তব্যের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী শিক্ষক কে প্রতিষ্ঠান, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর