# শায়েস্তাগঞ্জ প্রতিনিধি,হবিগঞ্জ: স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা অভিযোগ দেখিয়ে (৪০) জনকে আসামি করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগের ভিত্তিতে গেলো (২৮) রমজান বাংলা টিভির. সাংবাদিক মুতাব্বীর হোসেন কাজল'কে আটক করা হয়। একর পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
এ বিষয় মামলার বাদীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামলার বাদী নাছির উদ্দীন জানান, উপরের নির্দেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না।
সাংবাদিক কাজলের পরিবার অভিযোগ করেন, গেলো ২৮ রমজানে আমার স্বামীকে আটক করে পুলিশ। আমরা হবিগঞ্জ জজকোর্টে বেশ কয়েকবার জামিন চেয়েছি সেখানে জামিন নামঞ্জুর হলে আমরা ঢাকা হাইকোর্টে জামিন পেয়েছি কিন্তু.কারাগার থেকে বাহির হবার আগেই নতুন মামলা দিয়ে আবারো কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এমন অবস্থা হলে দেশের সংবাদমাধ্যম কিভাবে জনগণের কথা বলবে প্রশ্ন রাখেন তিনি।
এ বিষয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর নেতা আহমেদ আবু জাফর জানান. যদি সাংবাদিক কাজলের বিরুদ্ধে এমন কোন অভিযোগ না থাকে তাহলে এমন হয়রানি নিন্দানীয় আমরা সর্বদায় সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছি তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে আরো কিছু তদন্তের পর আগামী কর্মসূচি ঘোষণা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর