# নিজস্ব প্রতিবেদক.....................................
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলা একাডেমি (ফোকলোর) সাহিত্য পুরস্কার ২০২২ গ্রহণ করলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা ফেব্রুয়ারী বুধবার বিকেল তিনটায় রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন।
এই দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার আনন্দিত ও গর্বিত। সেই সাথে এই দুইজন প্রথিতযশা গবেষক তাদের গবেষণাকর্ম ভবিষ্যতেও অব্যাহত রেখে জাতিকে আরো আলোকিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক।
তিনি এই পুরস্কার ও সম্মাননা প্রদানের জন্য প্রধানমন্ত্রী এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর