প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ২:৩৮ পি.এম
বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত

# বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা হাই স্কুল মাঠে মেহের হুন্ডা ও এম বি সি হুন্ডার একদিন ব্যাপী মেগা সার্ভিস পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে হুন্ডা মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদান করা হয়।
মেগা সার্ভিস পয়েন্টে বিনামূল্যে বাইক চেকআপ, ইঞ্জিন ও ব্রেক পরীক্ষা, চেইন অ্যাডজাস্টমেন্টসহ বিভিন্ন কারিগরি সেবা দেওয়া হয়। পাশাপাশি গ্রাহকদের জন্য খুচরা যন্ত্রাংশে বিশেষ ছাড় ও পরামর্শ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা। তারা বলেন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই হুন্ডার মূল লক্ষ্য। নিয়মিত এ ধরনের সার্ভিস কার্যক্রম গ্রাহকদের বাইকের পারফরম্যান্স ও নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। মেগা সার্ভিস পয়েন্টে বিপুল সংখ্যক হুন্ডা মোটরসাইকেল ব্যবহারকারী অংশগ্রহণ করেন এবং উন্নত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর