# এম এ হাসান, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের ঘোলারপাড়া নৌঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ৫৬ জেলে মায়ানমারের নৌবাহিনীর হাতে আটক হন। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বুধবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটক জেলেরা ৬টি ইঞ্জিনচালিত কাঠের বোটে মাছ ধরছিলেন।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির এক কর্মকর্তা জানান, মায়ানমার নৌবাহিনী জেলেদের আটক করে তাদের বোটে থাকা মাছ ও খাদ্যসামগ্রী নিয়ে সন্ধ্যা ৬টার দিকে মুক্তি দেয়। এর পর সবাই নিরাপদে শাহপরীর দ্বীপ নৌঘাটে ফিরে আসেন।
শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের সভাপতি মো. হাসান জানান, ৫৬ জেলে শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকা, যেমন- মাঝেরপাড়া, কোনাপাড়া, দক্ষিণপাড়ার বাসিন্দা। মায়ানমার নৌবাহিনী তাদের আটক করে। তবে পরে তাদের ছেড়ে দেয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর