# ববি প্রতিনিধি....................................
স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট ও বরিশাল জোনের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা এই জয়গায় সচেতন হয়ে, মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে বাঁধনের মাধ্যমে যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম করছে এটা দৃষ্টান্তমূলক অন্যর জন্য উদাহরণ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয় হাজার শিক্ষার্থীর জন্য অনুসরণীয় ও অনুকরণীয় কার্যক্রম। তিনি আরো বলেন, এই ধরনের মহৎ কাজ করার মধ্যে দিয়ে আগামী দিনে আমরা যথার্থ আলোকিত মানুষ হবো সেটাই আমাদের উদ্দেশ্য।
বাঁধন ববি ইউনিটের সাধারণ সম্পাদক শাহাবুউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ইসরাত জাহান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন,লোকপ্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজীস সাদিকসহ বাঁধনের উপদেষ্টা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিল৷#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর