নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি......................
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” । বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল এ টুর্ণামেন্টের আয়োজন করে। আজ ২৫ জুলাই বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্ণামেন্ট-২০২২” এ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন। দলগুলো হচ্ছে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট এবং ওরা এগারো জন। আগামী ৩১ জুলাই টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর