নাজমুজ সাকিব, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে.........................
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে 'সংবর্ধনা ও বিতর্কে মানবাধিকার' শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১ লা আগষ্ট) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও মানবাধিকারকর্মী ওয়াল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (এডভোকেসি জাস্টিস ফর চিল্ড্রেন) নিশাত সুলতানা।
আরো উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়ছার ও মডারেটর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।
উক্ত অনুষ্ঠানে নিশাত সুলতানা বলেন, শিশুরা চাইলে অনেক কিছু করতে পারেন। তাদেরকে যদি সেরকম সুযোগ দেওয়া হয় তাহলে চাইলেই তারা একটি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এজন্য সঠিক গাইডলাই এবং সেই পরিবেশ তৈরি করে দিতে হবে, যাতে তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সঠিক ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসলে তাদের দ্বারা অনেক কিছুই সম্ভব এসময় তিনি মানবাধিকার নিয়ে বিতার্কিকদের করনীয় সম্পর্কেও আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রথম বারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্য হতে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রজ্ঞা পারমিতা বোস-কে (বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র সাবেক সহ সভাপতি) সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম ইয়ামিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক ও সহ-সভাপতি (প্রশাসন) মোঃ সাব্বির হোসেন এবং বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ এবং উক্ত প্রোগ্রামে সঞ্চালনা করেন বিইউডিএস এর প্রচার সম্পাদক মাসুম মাহমুদ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর