বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধি...............................................................
বাকেরগঞ্জ উপজেলার অধীন্যস্ত ৯নং কলসকাঠী ইউনিয়নের চর বাগদিয়া একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। কথিত আছে ৩৬৫ ঘর হিন্দু পাড়া নামেই সর্বাধিক পরিচিত। সারা দেশে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা তান্ডব হলেও বাগদিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। সবাই সুখে শান্তিতে বসবাস করে, মুসলিম ভাইদের সাথে রয়েছে সৌহার্দ্যপুর্ন সম্পর্ক।
সম্প্রতি একটি তথ্যানুসন্ধান করতে চর বাগদিয়া বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যা, করণীয় ও উত্তোরনকল্পে নিজস্ব মতামত তুলে ধরেছেন। চর বাগদিয়া কোন মুসলমান লোক সালিশ ব্যবস্থা কিংবা হিন্দু সম্প্রদায়ের পারিবারিক সমস্যায় অযাচিত প্রভাব বিস্তার করে না। তদুপরি দু একজন মামলাবাজ ও কুটবুদ্ধি লোকের রোষানলের প্রভাবে একে অপরের সাথে নিজেরা নিজেরা মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ে। চর বাগদিয়া বেশ কিছু বিত্তশালী পরিবার এমনি করে মামলা মোকদ্দমায় নিঃস্ব।
তথ্যানুসন্ধান প্রতিবেদন, সুজন মন্ডল, চর বাগদিয়া নিবাসী একজন সমাজ সেবক ও কাচারী বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি। সম্প্রতি গ্রামে এক ব্যক্তির নিকট থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে। উক্ত প্লট/ দাগে মোট জমির পরিমাণ ৩৭ শতাংশ। একপক্ষ ১১ শতাংশ কিনে রীতিমতো বাড়ি তৈরি করেছেন বাকী জমি নাল জমি হিসেবে চিহ্নিত এবং সুজন মন্ডল নাল জমি ভোগদখল করেন। কিন্তু ইতিমধ্যে যারা বাড়ি তৈরি করেছেন তারা সুজন মন্ডল কে নাল জমি ভোগদখল করতে বাঁধা প্রদান করেন ও বাড়ির মধ্যে তোমার জমি পাবে মর্মে কলহ সৃষ্টি করে। এমনি এ অযৌক্তিক দাবির পক্ষে কিছু মামলাবাজ পরামর্শদাতা মামলা করতে উৎসাহিত করে।
সুজন মন্ডল আক্ষেপ ও অনুরাগের সুরে বলেন, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, গ্রামের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষায় সদা সচেষ্ট। ভালো খারাপ লোক সব দেশেই আছে, আমার গ্রাম এর ব্যতিক্রম নয় । জমি কিনেছি দলিল করেছি রেকর্ড করেছি তাই মামলা করে আমাকে দমানো যাবে না। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর