# ববি প্রতিনিধি..........................
তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের আর্দশকে উজ্জীবিত করতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।
আজ সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে প্রদর্শনী চলবে। আলোকচিত্র প্রদর্শনীর উদ্ভোধন করেন ববি উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।
উদ্ভোধন শেষে ববি উপাচার্য বলেন, এই ধরনের আয়োজন যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক করা যায়। তাহলে, আগামী প্রজন্মকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া যাবে যা আগামী প্রজন্মের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং তাদেরকে দেশপ্রেমের মহিমায় জাগ্রত করবে।
প্রদর্শনীতে শুরু থেকেই ববির শিক্ষক-শিক্ষার্থীসহ ও কর্মকর্তাদের ভিড় জমেছে। প্রদর্শনীতে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেন সাম্প্রতিক দেশকালকে জানান, আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এতে অনেক অজানা তথ্য জানতে পেরে উপকৃত হয়েছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর