# নাজিম হাসান, রাজশাহী ..................................
রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল বদলি হয়ে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে যোগদান করবেন। আর তাঁর স্থলে দায়িত্বভার নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নাটোরের ডিসি শামীম আহমেদ। (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ পাপ্পি স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।
আবদুল জলিল বদলির আদেশ হওয়ার পরে রাজশাহী ছাড়ার আগে মাত্র আট দিনের মধ্যে ৬ জনকে নিয়োগ দিয়েছেন। নতুন জেলা প্রশাসক যোগদানের আগে এভাবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া নিয়ে ব্যাবপক সমালোচনার মুখে পড়েছেন আব্দুল জলিল। তবে তিনি দাবি করেছেন, নতুন জেলা প্রশাসক যোগদানের পরে তাঁকে পেইন দিতে চান না আব্দুল জলিল। এ কারণে তিনি যাওয়ার আগেই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছয়জন কর্মচারীকে নিয়োগ দিয়েছেন।
জানা গেছে, গত ১২ মার্চ জেলা প্রশাসক আব্দুল জলিলের বদলির আদেশ জারি হয়। এর আগে গত ২৬ ফেব্রæয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে চারজন অফিস সহায়ক এবং একজন করে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন পদে মোট ছয়জন লোকবল নিয়োগের আবেদনের শেষ তারিখ ছিল গত ১৬ মার্চ। কিন্তু বদলির আদেশ পেয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল যাওয়ার আগেই এই ৬ জনকে নিয়োগ দিতে উঠে পড়ে লাগেন। সেই হিসেবে ১৬ তারিখ রাতেই আবেদনপত্র যাচাই-বাছাই করা হয়। পরের দিন ১৭ ও ১৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ার কারণে ছুটি ছিল। পরদিন ১৯ মার্চ অর্থাৎ আবেদনের তারিখ শেষ হওয়ার ঠিক পরের কার্যদিবসেই চাকরিপ্রার্থীদের কাছে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়। এতে পরীক্ষার তারিখ উল্লেখ করা হয় ২৪ মার্চ। সেই অনুযায়ী ওইদিন পরীক্ষা সম্পন্ন করে পরের দিনই নিয়োগ পক্রিয়াও সম্পন্ন করা হয়।
এ বিষয়ে সদ্য বদলি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, নতুন যে ডিসি আসবেন তাঁকে পেইন দিতে চাই না। তাই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তিন বছরে আব্দুল জলিল কয়েক দফায় আরও ১১৬ জনকে নিয়োগ দিয়েছেন। সবমিলিয়ে তাঁর আমলে রেকর্ড ১২২ জনকে নিয়োগ দেয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর