প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১০:৫৮ এ.এম
বদরগঞ্জে বিষ পানে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষ পানে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর ডাকারপাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম(৫৫)। তিনি ডাকারপাড়া গ্রামের মৃত আতাব্বার আলীর ছেলে। মৃত রফিকুল ইসলাম দিনাজপুর পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষক।
জানা গেছে, মৃত রফিকুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার (২৮-আগস্ট)সকাল ১০ টায় তার স্ত্রীর ঝগড়া করে ঘরের ভিতরে ঢুকে ইদুর মারার বিষ খেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকে। পরিবারের লোকজন দেখে বাড়ি থেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়ে দেন। রংপুরে যাওয়ার পথেই রফিকুল ইসলামের শারীরিক অবনতি হলে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ভর্তি করানোর পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর