প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৯:২৪ এ.এম
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহীন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে। তিনি তিন সন্তান জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কৃষক সালেহীন (৩৮) দুপুরে জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প চালু করতে যান। এ সময় পাম্পের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, রামনাথপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর