ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে পৌরশহরের পাটোয়া কামড়ি বিল ওভাড়ারদহ বিল পরিদর্শণ করেছেন দুই উপদেষ্টা অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান।(১৬-জুলাই) বুধবার বিকেল ৪ টায় তারা বদরগঞ্জে প্রবেশ করেন, এবং বিলের পাড়ে যান।
এসময় তাদের স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। উপদেষ্টাদের সাথে ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’ সিনিয়র সহকারী প্রকৌশলী ফজলুল হকসহ স্থানীয় সরকারি কর্মকর্তার উপদেষ্টা বিলের পাড়ে ৩০ মিনিট বিভিন্ন কর্মকর্তাদের সাথে একান্তে কথা বললেও সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। পরে তারা বিলের পাড়ে বিরল প্রজাতির গাছ রোপণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর