প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ২:৪২ পি.এম
বদরগঞ্জে নানা বাড়িতে গলায় রশি পেঁচিয়ে এক যুবকের মৃত্যু

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে গোলাম রব্বানী(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ১০নং মধুপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নয়নের পাড়া গ্রামে ছোট থেকে নানা বাড়িতে থাকে মৃত গোলাম রব্বানী ও তার মা, (১৮ জুন /২৫) ইং তারিখে মায়ের সাথে দাওয়াতের বাড়িতে গিয়েছিল রব্বানী। সেখানে গিয়ে খাওয়া শেষ করে মাকে না জানিয়ে চলে আসে নানা বাড়িতে। তবে বাড়িতে কোন লোকজন না থাকায় সে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে মারা যাওয়ার বিষয়ে জানা গেছে।
আরও জানা যায় যে, মৃত গোলাম রব্বানীর মাথায় সমস্যা ছিল দীর্ঘদিন ধরে চিকিৎসাও চলছে, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়। মৃত রব্বানীর বাড়ি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তার বাবার নাম মজিবর রহমান। তবে তার বাবা থাকতো মমিনপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে, মাঝে মাঝে আসতো তার নানা বাড়িতে বলে জানা গেছে।
বদরগঞ্জ থানা (ভারপ্রাপ্ত)অফিসার ইনচার্জ -এ কে এম আতিকুর রহমান বলেন -মৃত গোলাম রব্বানীর বিষয়ে কোন অভিযোগ না থাকায এবং রব্বানীর মাথায় সমস্যার কথা জানা গেছে, এজন্য দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর