প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:২০ পি.এম
বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের বদরগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলম (২০) কে রংপুর থেকে গ্রেফতার করেছে র্যাব ১৩। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর সদর থেকে গ্রেফতার করা হয়। রাতেই বদরগঞ্জ থানায় ওই আসামিকে নিয়ে আসা হয়। রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান। ধর্ষক জাহাঙ্গীর আলম বিষ্ণুপুর ইউনিয়নের পাসতেপতি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে মাদ্রাসার অধীনে ওসমানপুর মাদ্রাসায় এসএসসি পরীক্ষার দেওয়ার সময় জাহাঙ্গীরের সাথে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। কৌশলে শিক্ষার্থীর মোবাইল নাম্বার নিয়ে প্রেমের সম্পর্ক গরে তোলেন জাহাঙ্গীর। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোরপূর্বক দৈহিক সম্পর্ক করে। পরে ওই শিক্ষার্থী বিয়ের চাপ দিলে। গত ৪ এপ্রিল সকাল ১১ টা ৩০ মিনিটে মুঠোফোনে আবারো বিয়ের কথা বলে ডেকে এনে বদরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের পেছনে একটি বাসায় নিয়ে গিয়ে সেখানেও জোরপূর্ব ধর্ষণ করে ওই শিক্ষার্থীকে। পরে বিয়ে করবে বলে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষার্থী ডাক চিৎকার করলে এক পাশের লোকজন আসলে ঘরের জানালা ভেঙে পালিয়ে যায় জাহাঙ্গীর। পরে বদরগঞ্জ থানায় এসে ওই শিক্ষার্থী মামলা দায়ের করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর