# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বেধরক মার খেয়েছেন দৈনিক আমার দেশ বদরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সালাম বিশ্বাস।(১৯মার্চ) বুধবার বিকেলে বদরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
সাংবাদিক মাহাবুর রহমান বিপ্লব বলেন, থানার সামনে হঠাৎ থানা থেকে একটি পুলিশের গাড়ি বেরিয়ে থানার সামনে দাঁড়ায়। এ সময় পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে দুই পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে এসময় সাংবাদিক সালাম বিশ্বাস তাদের এ ঘটনার ভিডিও ধারণ করেন । পুলিশ সদস্যরা ভিডিও ধারন করতে নিষেধ করেন। এসময় পুলিশ সদস্যরা সাথে সাংবাদিক সালাম বিশ্বাস এর কথা কাটাকাটি হয় তখন পুলিশ সদস্যরা চড়াও হন।
এক পর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন চার জন পুলিশ সদস্য। এরপর তাকে থানায় নিয়ে আবারও মারধর করেন পুলিশ। প্রেস ক্লাব বদরগঞ্জ এর সভাপতি মোঃ ফিরদৌস আলীসহ কয়েক জন সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আমাদের মিমাংসা হয়েছে । #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর