# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (৬ জুলাই) দুপুর পাকের মাতা নামক এলাকার যমুনেশ্বরী নদী থেকে শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম (১৩) উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন নিখোঁজ থাকার পর বিকেল পাঁচটায় আলীফ হোসেন (১৩) নামের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। অপর একজন পুলিশ হেফাজতে রয়েছে।
মৃত্যুর শিক্ষার্থী সিয়াম দিনাজপুর নবাবগঞ্জ শিমুলবাড়ি গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে ও আলিফ হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর লক্ষণপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
জানা যায়, পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে সকালে বাথরুম টোপকিয়ে মেহেদী হাসান সিয়াম(১৩) আলীফ হোসেন(১২) আহ হোসাইন(১৩) পালিয়ে যায়। মাদ্রাসা থেকে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পাকের মাতা ব্রিজের নিচে যমুনেশ্বরী নদীতে মেহেদী হাসান সিয়ামের মরদেহ পাওয়া যায়। একজনকে পাওয়া গেলেও আলিফ হোসেনকে পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে যমুনেশ্বরী নদীতে আলিফের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।শিক্ষার্থী আল হুসাইন পুলিশ হেফাজতে রয়েছে।
আরো জানা যায়, মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামেন সিয়াম , আলিফ ও হুসাইন। সিয়াম ও আলিফ গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যান। পানিতে তলিয়ে যাওয়া দেখে চিৎকার করেন হুসাইন। তার ডাক চিৎকারে নদীর পানিতে নেমে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করেন দুপুরের একজনের মরদেহ পাওয়া গেলেও অপরজনকে বিকেলে পাওয়া যায়।
এ বিষয়ে জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার পরিচালক বলেন, আজ মহরমের কারণে সকল শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। তারা সবাই মাদ্রাসায় রয়েছে। তিন শিক্ষার্থী বাথরুমের ওয়াল টপকে পালিয়ে গিয়ে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছে। দুপুরের দিকে একজনের মরদেহ নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে বিকেলের দিকে আরেক জনের মরদেহ উদ্ধার করেছে। ওপর একজন পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।একজন পুলিশ হেফাজতে রয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর