মোঃ মিজানুর রহমান বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলায় প্লাস্টিক-পলিথিন দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ীদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাগ উপহার ও র্যালি অনুষ্ঠিত হয়।
২৯ জুন, ২০২৫ রবিবার সকালে বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপান্তর এর আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়। "প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বটিয়াঘাটা উপজেলায় ইয়ুথ ফর দি সুন্দরবন গ্রুপের সদস্যদের অংশগ্রহণে এই আয়োজনে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি। এবং ইয়ুথ ফর দি সুন্দরবন গ্রুপের সদস্যরা।
অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে পরিবেশ বান্ধব ব্যাগ উপহার দেওয়া হয়। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণকে না বলতে হবে। পরিবেশ বান্ধব বর্তমান সরকার প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর