1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেফতার নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাকসুর ২৩ পদের মনোনয়নপত্র নিলেন ৩১৮ জন, সময় বাড়লো মনোনয়নপত্র বিতরণের দেশে একটি স্বৈরশাসক পাথরের মত বসে থেকে জনগণকে শোষন করেছে : বেগম সেলিমা রহমান রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন  পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো মাংসে রক্ষিত পিস্তল- ম্যাগজিন-গুলিসহ বাঘায় যুবক গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ নরসিংদীর করিমপুরে নিম্নমানের বাঁধ নির্মাণ: এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাঘায় পথ হারানো শিশুকে পরিবারের কাছে ফেরত দিল পুলিশ

বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ডা. অর্ণা জামানের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………..

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সোমবার (২৪ জুলাই) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন ডা. অর্ণা জামান। শ্রদ্ধা নিবেদনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত করা হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, তৃণমূল থেকে রাজনীতি করার ইচ্ছে ছিল। যেহেতু আমার দাদা এএইচএম কামারুজ্জামান শহীদ হয়েছেন, বাংলাদেশের স্বাধীনতায় তাঁর একটা অবদান আছে। বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেছেন। সেই পরিবারের একজন সদস্য হিসেবে সব সময় ইচ্ছে ছিল ছাত্রলীগ করার। ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছিলাম। তারপরে ক্রমানুসারে আজকের এই অবস্থান। সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকেই রাজনীতিতে আসা। আমার পরিবার বরাবর সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করবো মানুষের জন্য কাজ করার। গতবার আমাকে বন ও পরিবেশ উপ-কমিটিতে রাখা হয়েছিল, এবার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। ডাক্তার হিসেবে তৃণমূল মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। আমি মানুষের জন্য কাজ করে যাব। যুব মহিলা লীগের সদস্য হিসেবে নারীদের সংগঠিত করতে কাজ করে যাব।

 

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দীলিপ কুমার ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের আতিকুর রহমান কালু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব সহ দলীয় নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ডা. আনিকা ফারিহা জামান অর্ণা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার পৌত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের জৈষ্ঠ্য কন্যা। ডা. অর্ণা জামান এরআগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট