জিয়াউল কবীর: জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহবায়ক ও দলীয় প্রধান নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী পক্ষের ষড়যন্ত্র রুখতে দেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে আর সেই আদেশ'র চুড়ান্ত রুপ দিতে স্বাক্ষর করবেন সরকার প্রধান ড.ইউনুস। আমাদের দলীয় সতন্ত্রতা বজায় রাখতে দেশে যারা এখন সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার নিচ্ছে এমন কোন রাজনৈতিক দলের সাথে তাদের জোট হওয়ার কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রাহণ রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র রয়েছে।আওয়ামী লীগ ও বৈদেশিক শক্ত নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাবে।আওয়াম লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন ১৪ দল। তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে তা নেয়া হবে। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এ রকম কোনো শক্তির সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই।
তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে,গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ স্বাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর