এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা..
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে সোমবার (৩রা ফেব্রুয়ারী ২০২৫) সকাল সাড়ে এগারোটার সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফৈলজানা বাজার শাখা, চাটমোহর পাবনার সভাপতি মোঃ মুনসুর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা-র সুযোগ্য পরিচালক মো. মোস্তফা জামাল শামীম (সহকারী অধ্যাপক- পাবনা কলেজ,পাবনা)।
তিনি বলেন প্রতিবছর ৬০ জন রুগীকে বিনা পয়সায় চোখের অপারেশন করা হয়। প্রতি বছর একজন স্টাফ কে হজ্জ্ব করানো হয় কিমিয়া ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রতি বছর সাত লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয় পাবনা জেলার সকল মেধাবীদের সুশিক্ষার প্রসারে। দুঃস্থ অসহায় কিডনি রুগীদের ডায়ালাইসিস করতে আর্থিক সহায়তা করা হয়। ক্যান্সারের রোগীদের জন্য কাজ করে যাচ্ছে নিরসল ভাবে কিমিয়া ডেভেলপমেন্ট প্রকল্প ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার।
এছাড়াও থ্যালাসেমিয়া, অটিস্টিক বাচ্চাদেরকে চিকিৎসার ক্ষেত্রে সাধ্য সমেত সহযোগিতা করা হয়।
তিনি আরো বলেন, আমার গর্ভধারিণী মাতা তার নিজের নামের পাবনা শহরস্থ বেলতলা রোডের বাড়ী ঢাকাস্থ কিডনি ফাউন্ডেশনকে লিখে দিয়ে যান বিগত দুই মাস পুর্বে। প্রায় চার কোটি টাকা মুল্যের বাড়ী দান করা মহিয়সী মহিলার সন্তান হিসেবে মানব কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে আমি কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার তিলতিল করে গড়ে তলেছি। কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার আপনাদের সকলের, আপনাদের নিজের প্রতিষ্ঠান এটা মনে করে পাশে থাকবেন। আমরা প্রতি বছর পাবনা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করে থাকি। আপনার আশেপাশে যারা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছে, ঔষধ কিনতে পারছেনা তাদের কে কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারে পাঠাবেন। আমার মায়ের জন্য, আমার পিতার জন্য দোওয়া করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মোবারক হোসেন (সদস্য- ট্রাস্টি বোর্ড, কিমিয়া ডেভেলপমেন্ট সেন্টার ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, হাজী জসিম উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ দুবলিয়া,পাবনা) সার্বিক সহযোগিতায় ছিলেন,মো. সাইদুল হাসান (জেনারেল ম্যানেজার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা) মতবিনিময় সভায় অর্ধশতাধিক পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে তথ্য সরবরাহ করা হয় যে, চব্বিশজন বিশেষজ্ঞ ডাক্তার সার্বক্ষনিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অর্ধশতাধিক পল্লী চিকিৎসক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তন্মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান বাবলু(পাবনা কলেজ), প্রভাষক মোঃ আব্দুস সবুর স্বপন(গোড়ড়ী বাজার), আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা (ফৈলজানা বাজার), বিজন কুমার (গোড়ড়ী বাজার), প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ(BMHA,RMP, হালিমপুর হিড়িন্দা বাজার) মো. কামরুল হাসান মাস্টার, (কচুগাড়ী),ডাঃ মো. হাফিজুর রহমান (কচুগাড়ী বাজার)। মো. আমিরুল ইসলাম রিপন(ফৈলজানা বাজার), ডাঃ অসীম সরকার (মুস্তান বাজার),ডাঃ মো. সাজেদুল ইসলাম সাইদুল(মুস্তান বাজার), মোঃ আলমগীর হোসেন (কদমতলী বাজার), মো. আব্দুল হান্নান (কদমতলী বাজার) মো.সিদ্দিকুর রহমান (সুজাপুর), ডাঃ মিজানুর রহমান মামুন(মুস্তান বাজার), সুজাউদ্দিন আহমেদ(মুস্তান বাজার), মো. মনিরুজ্জামান (জোরগাছা বাজার),মোঃ সবুজ শেখ (ফৈলজানা বাজার)।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আলহাজ উদ্দিন (সিনিয়র মার্কেটিং অফিসার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা) মতবিনিময় সভা পরিচালনা করেন মোঃ আব্দুস সবুর খান, সিনিয়র মার্কেটিং অফিসার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা।#