চট্টগ্রাম প্রতিনিধি........................................
ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাতে সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি এলএমজি, ছয় রাউন্ড কার্তুজ, রামদা, কিরিচ, ছুরি, লোহার রড, প্লাস, টর্চলাইটসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফুলগাজীর আবদুল খালেকের ছেলে ও ফেনীর ধর্মপুর আশ্রয়ণ এলাকার বাসিন্দা আবদুল মুনাফ (২৫), নোয়াখালীর সুধারাম থানার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুরের শাহরাস্তি থানার জয়নালের ছেলে ইকবাল (৩০), চট্টগ্রামের হাটহাজারী থানার আকবরের ছেলে মামুন (২৮), পাহাড়তলী থানার চানমিয়ার ছেলে আলমগীর (২৬), চট্টগ্রামের হালিশহর এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), নোয়াখালীর হাতিয়া থানার বুড়িচর এলাকার লালু মেকারের ছেলে জয়নাল আহম্মদ (৩৭) ও বরিশালের পাতাড়হাট থানার জামাল খানের ছেলে সুজন খান (২৫)।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্রসহ একদল ডাকাত সোনাগাজী উপজেলার একটি বিয়েবাড়িতে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে করে যাত্রা করে।
এমন সংবাদে পুলিশের একটি দল তল্লাশীচৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর