মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: পাবনার পাকশী এলাকায় অবস্থিত ঐতিহাসিক ফুরফুরা শরীফে শুক্রবার (২৩ জানুয়ারি) জুমা নামাজে অংশ নেন লাখো মুসল্লি। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে ফুরফুরা শরীফে সমবেত হতে থাকেন।
জুমা নামাজকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় সমাবেশে। মুসল্লিদের আগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণভাবে জুমা নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ফুরফুরা শরীফের খাদেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। প্রতিবছরের ন্যায় এবারও ফুরফুরা শরীফের জুমা নামাজে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি ধর্মীয় ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর