মোঃ ফিরোজ আহমেদ…………………………
পাবনার পাকশীতে ফুরফুরা শরিফের ইসালে সওয়াবের ৭২ তম আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। সবাই এখন ঘরমুখি হয়েছেন। এতে সড়কে স্রোত নেমেছে মানুষের। অনেকেই গাড়ির অপেক্ষা না করে পায়ে হেটে রওনা দিয়েছেন। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৪ সকাল ৭ ঘটিকায় মোনাজাত শেষ হয়।।
এর পরেই সড়ক, ট্রেন এবং নৌপথে ভিড় লক্ষ্য করা গেছে। আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন ইসালে সওয়াবের মাঠে। ইসালে সওয়াবের ময়দানের মঞ্চ থেকে মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে ১২ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন। এর আগে সকালে অনুষ্ঠিত হয় হেদায়েতী বয়ান করেন,ফুরফুরা শরিফের গদ্দীনশীন পীর আল্লামা আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী হক হেদায়েতী বয়ান করেন।
আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় সত সত পুলিশ নিয়োজিত থাকবে। মুসল্লিরা যাতে খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারেন সেজন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর