# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ওলামা মাশায়েখ,ছাত্র ও তাওহিদী জনতার ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পরে মসজিদের উত্তর প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে মুসলিম তাওহিদী জনতা।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশপত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও থানা মসজিদের ইমাম ও খতিব মুফতী আনোয়ার হোসেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়খুল হাদীস মুফতী মনিরুল ইসলাম জমিরী, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাওলানা মোকলেছুর রহমান, বাইপাস মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, পলিপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী ফজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা প্রমূখ।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এর আগে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনি স্বাধীন কর, আমার ভাই শহীদ কেন? জবাব চাই জবাব চাই! এসব বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভ মিছিলে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর