# মেহেরুল ইসলাম মোহন(লালপুর)নাটোর…………………………………………..
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর মনসা মন্দিরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা উৎসব অনুষ্ঠানে মোটরসাইকেল গ্যারেজ করা কে কেন্দ্র করে শনিবার(১৯শে আগষ্ট-২৩) রাত ৮ টার দিকে নান্দরায়পুর গ্রামের আজিজের ছেলে নাজমুল(২৬) ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় একই এলাকার আবু নাশের এর ছেলে (৩০)কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, নাজমুল নিহতের ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের হওয়ার পরে মনোয়ার(৩০)নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি সকল আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।
উল্লেখ্য যে, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে পূজা অনুষ্ঠানে যাওয়ার জন্য ঐ এলাকার জিয়ার মোটর সাইকেল গ্যারেজের সামনে যায়।এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে।এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।এ সময় গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে।এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছে।#