# এসএমএম আকাশ, চাটমোহর উপজেলা (পাবনা) প্রতিনিধিঃ পাবনা জেলার ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামের মৃত আব্দুল খালেক প্রামানিকের দরিদ্র ছেলে মোঃ বাহাদুর আলী প্রাং বসত ঘর, গোয়াল ঘর, রান্না ঘর,একটি পোষা গরু ছিলো সম্বল ছিলো। জনশ্রুতিতে প্রবাদ আছে,"চোরে সব চুরি করলে ঘর খানা থাকে,আগুনে পুড়লে কিছুই থাকে না।" তারই বাস্তবতা ঘটেছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর-২০২৪) দুপুরের দিকে আকস্মিক ভাবে সৃষ্ট অগ্নিকান্ডে সহায় সম্বল সব কিছু পুড়ে ভষ্মিভূত হয়েছে।
অগ্নিকান্ডের উৎস ও কারণ তৎক্ষণিক জানা যায়নি। ঘরে থাকা তার আয়ের শেষ সম্বল গরুটিও আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।সর্ব শান্ত হয়েছে বাহাদুর আলী প্রাং এর পরিবার। বর্তমানে দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে! এক দিকে দরিদ্র ও সহায় সম্বলহীন হওয়ায় সমাজের বিত্তবানদের বাহাদুর আলী প্রাং ও পরিবারের পাশে দাড়ানোর অনুরোধ রইলো।
মানবেতর জীবন যাপন করছেন বাহাদুর আলী যা কোন ভাবেই কাম্য নয়। প্রতিবেশীরা এগিয়ে এসেছে সহযোগিতা-সহমর্মিতার হাত বাড়িয়ে। এছাড়াও কোথাও থেকে কোন রুপ সরকারি পৃষ্ঠপোষকতা-সহযোগিতা পায়নি বাহাদুর আলী প্রাং । সকল বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর