পোরশা(নওগাঁ)প্রতিনিধি.........................................
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তোমরা ভবিষ্যতে হবে ভালো একেকজন খেলোয়াড়। তোমরা ভাল খেলে দেশের সুনাম বয়ে আনবে। বিগত সাফ গেমসে ফুটবলে অংশ গ্রহণ করে এদেশের মেয়েরা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। তোমারাও একদিন এরকম হবে। নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেযারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিশু শিক্ষার্থীদের উদ্যেশে কথাগুলি বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখার উন্নতির পাশাপাশি খেলাধুলা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমি আমাদের এ উপজেলায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় পড়ালেখা ও খেলাধুলায় উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
সম্প্রতি অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল ফাইনাল খেলায় রানার্সআপ হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি ফুটবল উপহার দেন। এসময় প্রধান শিক্ষক আব্দুস সবুর সহ সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর