নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি ....................................
প্রেমিক-প্রেমিকার মনোমালিন্যর কারণে প্রেমিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের গেইটের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
জানা যায়, মিরাজ (ছদ্মনাম) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৬টা দিকে শেখ হাসিনা হলের গেট সংলগ্ন তার প্রেমিকার সাথে দেখা করতে আসেন। শেখ হাসিনা হলে অবস্থানরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নাহিদার (ছদ্মনাম) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলমান ছিল। হঠাৎ মনোমালিন্যের কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা হলের গেটম্যান সূত্রে জানা যায়, ছেলে ও মেয়ে দুইজনই গেটের সামনে অবস্থান করে। দীর্ঘ সময় ধরে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে আত্মহত্যার হুমকি দেয়। পরে এক শিক্ষক ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে বুঝানো চেষ্টা করেন। তার কিছুক্ষণ পর ওই ছেলে (মিরা) হলের দিকে যান ও চাকু নিয়ে আসেন এবং ওই মেয়ের সামনে আত্মহত্যার চেষ্টা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: খোরশেদ আলম জানান, ঘটনা জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ে এসে ঘটনাস্থল থেকে একটি চাকুসহ তাদের দুজনকে উদ্ধার করি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর