
# পোরশা(নওগাঁ)প্রতিনিধি...........................................................................নওগাঁর পোরশা সীমান্তে আব্দুল আলিম(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপির টহলদল। শনিবার দিবাগত রাতে তাকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।সে নিতপুর চক বিষ্ণুপুর গ্রামের আবু সাইদের ছেলে। ১৬বিজিবি নিতপুর বিওপি সুবেদার মাহফুজুর রহমান জানান, সিভিল সোর্স ও বিআইপি সদস্য হাবিঃ রিয়াজুল ইসলাম এর তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিঃ রকিব খান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৪ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩০/৬২আর হতে ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা কলোনির মোড় পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক মাদকদ্রব্য গুলি আনুমানিক মুল্য ৭ হাজার পাঁচশত টাকা। আটককৃত আসামী ও মালামাল থানায় সোপর্দ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর