#পোরশা(নওগাঁ)প্রতিনিধি: মোঃ কামরুজ্জামান সরকার বাবুঃ নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শনিবার বেলা ১১টায় নিতপুর খাদ্য গুদাম গেটে এর উদ্বোধন করেন ইউএনও মো. আরিফ আদনান।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রাথমিক পর্যায়ে প্যাকেজ আকারে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আলু ৭০ টাকা কেজি দরে দুই কেজি, ডিম ২ হালি ৯০ টাকা এবং পিয়াজ ৭০ টাকা কেজি দরে ২ কেজি করে বিক্রি করা হবে। পরে মানুষের চাহিদার সুবিধার্থে শাক সবজি বিক্রিতে সম্প্রসারণ করা হবে বলে ইউএনও মো.আরিফ আদনান জানান।
এসময় উপজেলা পল্লী দরিদ্র কর্মকর্তা মোঃ মন্জুর মোর্শেদ খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #