প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৮:৫৬ এ.এম
পোরশায় নিতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি...................................................................
নওগাঁর পোরশা উপজেলা নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আল আমিন(৩৮)। সে উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়া গ্রামের সিদ্দিক দালাল এর ছেলে।
জানাগেছে, সোমবার দিবাগত ভোরে উপজেলার নিতপুর বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু নিতে ভারতের অভ্যন্তরে ৪ জন যুবক প্রবেশ করলে এ গুলির ঘটনা ঘটে। সূত্রেমতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২ পিলার এলাকার ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়। এসময় অন্য তিনজন পালিয়ে যায় বলে জানাগেছে।
এবিষয়ে ১৬বিজিবি নওগাঁ ব্যাটিলিয়নের সিও লে: কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি, আর্টিলারি জানান, গুলির ঘটনা আমরাও শুনেছি। এব্যাপারে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্লাগ মিটিং চলছে।।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর