পোরশা(নওগাঁ)প্রতিনিধি.............................................................
নওগাঁর পোরশায় মোরশেদ নামে এক ব্যক্তির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভির রাতে কে বা কাহারা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। নিতপুর পুরাতন দিয়াড়াপাড়ার মোজাফ্ফরের ছেলে মোরশেদের ওই ঘরে রাখা লক্ষাধীক টাকার মালামাল পুড়েগেছে বলে জানাগেছে।
মোরশেদ জানায় জায়গাটি বিরোধ ছিল কিন্তু পরবর্তীতে মিমাংশা হয়েছে। কিন্তু কি কারনে আগুন লাগানো হয়েছে তা তিনি বলতে পাচ্ছেন না। তবে শুক্রবার তিনি একই গ্রামের ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানান।
অভিযোগ পাওয়ার স্বীকার করে এসআই শহিদুল বলেন, তিনি ঘটনা স্থলে গিয়েছিলেন। ঘর পোড়ানো হয়েছে সত্য। তবে কে বা কাহারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর