প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১:৩০ পি.এম
পোরশায় খাস জমি দখলদারের কবল থেকে উদ্ধার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে এ উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৬৪ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাবিলা ফেরদৌস জানান, এ উপজেলায় অনেক খাস জমি ও পুকুর রয়েছে। এই জমিগুলি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসাবে নওগাঁ জেলা প্রশাসক, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তাদের উপস্থিতিতে গাঙ্গুরিয়া ইউনিয়নের কালিনগর মৌজার ৫২৪ নং দাগে ৩৮ শতাংশ এবং নিতপুর ইউনিয়নের নিতপুর মৌজার ২৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।
জেলা প্রশাসকের উপস্থিতিতে সরকারের দখলে রাখার স্বার্থে স্থায়ী সাইনবোর্ড ও পরিবেশ বান্ধব গাছ লাগানো হয়েছে। একই সাথে উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর মৌজার ১৫একর পাহাড়িয়া পুকুর সহ একাধিক খাস পুকুরের সরকারি দখল রক্ষার্থে স্থায়ী সাইনবোর্ড লাগানো হয়েছে বলে তিনি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর