# পোরশা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………
হঠাৎ অসময়ের বৃষ্টিতে নওগাঁর পোরশা উপজেলার সবগুলো ইটভাটা গুলিল ব্যাপক ক্ষতি হয়েছে। ভাটাগুলির সারি সারি কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে গলে কাদায় পরিনত হয়ে গেছে। আর এই ক্ষয়-ক্ষতির কারণে ভাটা মালিকদের মাথায় হাত পড়েছে। লক্ষ লক্ষ কাঁচা ইট গলে যাওয়ায় কিভাবে এইক্ষতি পুষিয়ে উঠবে মালিকররা চিন্তি হয়ে পড়েছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ওএমএস ব্রিকস এর মালিক শরিফুল ইসলাম জানান, অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাঁচা ইট গলে কাদায় পরিণত হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। তিনি জানান, বৃষ্টির কারণে উপজেলার ১০টি ইটভাটায় প্রস্তুতকৃত লক্ষলক্ষ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান।
তিনি আরো জানান, অনেক ভাটা মালিকরা বিভিন্ন ব্যাংক থেকে লক্ষ-লক্ষ টাকা ঋণ নিয়ে ইট ভাটার ব্যবসা শুরু করেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই এমন বড় ধরণের বৃষ্টির ধাক্কায় সর্বশান্ত হয়ে যাবেন অনেকে। ব্যাংক থেকে গৃহিত ঋণ কিভাবে পরিশোধ করবেন আর কিভাবেই বা নতুন করে ব্যবসা পরিচালনা করবেন তা নিয়ে ইতোমধ্যেই দিশেহারা হয়ে পড়েছেন ইটভাটা মালিকরা। ই
টভাটা মালিক সমিতির সভাপতি ও কেএসবি ব্রিকস্ এর মালিক আকবর আলী কালু জানান, উপজেলার দশ ইটভাটার মালিক প্রত্যেকে এখন দুশ্চিন্তায় আছেন। কিভাবে ঋণ শোধ করবেন আর পুনরায় ব্যবসা চালু করবেন।
একদিকে এবারে ইটের দাম কম অপরদিকে হঠাৎ এই বৃষ্টিতে ইটভাটা মালিকরা ব্যবসার শুরুতেই লক্ষ-লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হয়েছে। অনেক ইটভাটা মালিকের পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠে ভাটা পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে তিনি মনে করছেন।
অপরদিকে ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিক আবুল হোসেন ও রাশেদুল হক জানান, বৃষ্টির ফলে কয়েকদিন যাবৎ তাদের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কতদিন বন্ধ থাকবে তাও তাদের জানা নেই। যে কয়দিন কাজ বন্ধ থাকবে সে দিনগুলোতে মালিক পক্ষ তাদের কিছু্ই দিবেন না বলে তারা জানান। এতে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে তারা চিন্তিত হয়ে পড়েছেন। #