মোঃ মিজানুর রহমান : অদ্য ১০/১১/২৫ খ্রিস্টাব্দ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প, ঝিনাইদহ জেলার সদর থানাধীন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে ঢাকাগামী হাইওয়ের পাকা রাস্তার ওপর হতে অবৈধ মাদকদ্রব্য পয়ত্রিশ বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অন্য এক অভিযানে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, যশোর জেলার শার্শা থানাধীন গোগা গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালামের বসত বাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য তিরাশি বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার করেছে। এ সময় অভিযান পরিচালনাকারী র্যাব দলের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম পলায়ন করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর