মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। শিক্ষার্থীদের অনুপ্রেরণা, ক্যারিয়ার গঠন এবং নিরাপত্তা–সংক্রান্ত নানা বিষয় এই সভায় আলোচনায় উঠে আসে।
সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম ছাত্রীদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। অনলাইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা যায়। ক্যারিয়ার গঠনে অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি।” তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীরা সভায় অভিযোগ করেন, স্কুলের সামনে বখাটেদের উৎপাত ও যানজট প্রায়ই ভোগান্তির কারণ হয়। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। পুলিশ সুপার এসব সমস্যা গুরুত্ব সহকারে শোনেন এবং তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন মোহনপুর থানার ওসি আতাউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও শিক্ষাবিদ মো. আব্দুল আওয়াল এবং ওবিএনপি সেক্রেটারি ও চেয়ারম্যান মাহাবুব অর রশিদ। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সভায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।” পুলিশ সুপারের অংশগ্রহণে এ মতবিনিময় সভা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। শিক্ষা ও নিরাপত্তার সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় বিদ্যালয় প্রশাসন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর