আব্দুল আলিম.....
বর্তমান সমাজে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিশ কি আসলেই জনগণের বন্ধু, নাকি তারা শুধুই সরকারের আদেশের পুতুল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে, পুলিশের মূল উদ্দেশ্য কী এবং তারা কীভাবে জনগণের সেবা করে আসছে। পুলিশের মূল কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধীদের গ্রেফতার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু কিছুদিন ধরে, বিশেষ করে সরকারের নির্দেশে পরিচালিত কিছু পুলিশি কার্যক্রমের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, পুলিশের কাজ কি শুধুই সরকারের আদেশ পালন করা, না জনগণের নিরাপত্তা নিশ্চিত করা?
সম্প্রীতি বাংলাদেশ নামে একটি রেলির প্রসঙ্গে যদি ধরি, যেখানে পুলিশের অংশগ্রহণ ছিল, সেখানে প্রশ্ন উঠেছে, সরকারী আদেশে পুলিশ জনগণকে সাথে নিয়ে রাস্তায় মিছিল করার কথা না। এটি পুলিশের মূল দায়িত্বের বাইরে পড়ে, যা জনগণের প্রতি পুলিশের একান্ত দায়িত্ববোধের সঙ্গে সাংঘর্ষিক। যদি এই ধরনের কার্যক্রমে পুলিশ অংশগ্রহণ করে, তবে জনগণের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। যতই পুলিশ সরকারী আদেশ পালন করুক, জনগণের চাহিদা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পেতে হবে। পুলিশের কাজ শুধু সরকারকে সেবা দেওয়া নয়, বরং জনগণের অধিকার এবং নিরাপত্তাও নিশ্চিত করা। যদি পুলিশ শুধুমাত্র সরকারের আদেশ অনুযায়ী কাজ করে, তাহলে তা জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ করে।
গত ১৫ বছরে পুলিশের কর্মকাণ্ডের দিকে তাকালে, আমরা দেখতে পাই, অনেক সময় তারা সরকারের আদেশ পালন করতে গিয়ে জনগণের ক্ষতি করেছে। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে পুলিশ জনগণের সাথে অপব্যবহার করেছে, এবং তাদের কাছে পুলিশের চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। জনগণের প্রতি পুলিশের দায়িত্বশীলতা ও ন্যায়বিচারের অভাব অনেকের মনে সন্দেহ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে, পুলিশের উচিত তাদের কাজের সীমা সম্পর্কে সঠিক ধারণা রাখা। পুলিশি কার্যক্রমের বাইরে কোনো ধরনের রাজনৈতিক বা জনগণের পক্ষের কাজ করা পুলিশের দায়িত্ব নয়। সমাজের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের—যেমন রাজনৈতিক নেতা, সমাজসেবী এবং নাগরিক সংগঠন—এ ধরনের কার্যক্রমের দায়িত্ব নেওয়া উচিত।
পুলিশের উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা, সরকারের নির্দেশের বাইরে গিয়ে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা তাদের পক্ষে উচিত নয়।
পরিশেষে, পুলিশের কর্তব্য হলো জনগণের বন্ধু হওয়া, সরকারের আদেশের পুতুল নয়। তাদের কাজের পরিসীমা সঠিকভাবে নির্ধারণ করা উচিত, এবং জনগণের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে। পুলিশের কাজের মধ্যে জনগণের প্রতি দায়িত্বশীলতা এবং ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর