# মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি.............................................
এবার খুলনার রুপসায় পুলিশী বাধায় বন্ধ হয়ে গেল চরমোনাই পীর সাহেবের মাহফিল। মাহফিলটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই মাহফিল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদ করেছেন এলাকার অনেক মানুষই। তারা মনে করেন ধর্মীয় জলসা বন্ধ করে দেওয়া এটা ধর্ম প্রচারে বাধা দেওয়ার শামিল। ধর্মীয় মাহফিল বন্ধ হওয়া এটা কোনভাবেই সরকার বা প্রশাসনের কাছে কাম্য হতে পারে না।
মাহফিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। আজ ৩১অক্টোবর মঙ্গলবার খুলনার রুপসা উপজেলার জোয়ার-বাধাল মৈশাঘূনী কারিমিয়া কওমি মাদরাসা কর্তক আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনের প্রধান অতিথি চরমোনাই পীর সাহেব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর মাহফিল স্থানীয় পুলিশ প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন, পূর্ব নির্ধারিত একটা ইসলামী মাহফিল পুলিশ প্রশাসন এর নগ্ন হস্তক্ষেপে বন্ধ হয়ে যাবে তা কখনো মেনে নেয়া যায় না। মাহফিল বন্ধ হওয়ায় এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
বিবৃতি দাতারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান, জেলা সহ সভাপতি মাওলানা মো: শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান , আলহাজ্জ শেখ জামিল আহমাদ জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, মোহাঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, হায়দার আলী, শেখ মোঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মোহাঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ মোঃ রাকিব হাসান, মাওঃ মাহবুবুল আলম মাওলানা হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান ,মোঃ তরিকুল ইসলাম দবীর, - মাওঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর