
নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে পরাজিত করে জয় লাভের মাত্র কয়েক দিনের মধ্যে গত বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ট্রাম্প একথা বলেছেন। ‘ওয়াশিংটন পোস্ট’ রোববার একথা জানিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি নব নির্বাচিত প্রেসিডেন্টের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে ওয়াশিংটনের বিশাল সারিক বহর পাঠানো পাঠানো হবে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। তবে তিনি কিভাবে যুদ্ধ বন্ধ করবেন তার কোনো ব্যাখ্যা দেননি।
নির্বাচিত হওয়ার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন দিবেন। তবে কিভাবে দিবেন সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা বলেছেন, ‘তিনি খুব শিগগির ইউক্রেন যুদ্ধ’ নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার আগ্রহ দেখিয়েছেন।
এদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টার লিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।#বাসস
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর