মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সোমবার (২৫ আগস্ট ২০২৫) বানেশ্বর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
অভিযান চলাকালে রোগাক্রান্ত পশু জবাইয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে আসায় এক পশু মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মানুষের স্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করে এমন কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস আরও জানান, উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তাই মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। স্থানীয় সচেতন মহল জানান, এ ধরনের কার্যক্রম বাজারে অনিয়ম ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর